শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে অর্থপাচারের মামলা

নিজস্ব প্রতিবেদক / ১২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
cid

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। রাজধানীর বনানী থানায় এ মামলা করা হয়েছে। মামলায় মি. চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মি. চৌধুরী এবং তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ই অগাস্ট থেকে ২০২৪ সালের ৩০শে মে পর্যন্ত মোট নয় হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠায়।

এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি জনপ্রতি এক লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া পাসপোর্ট, কোভিড – ১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার টাকার বেশি অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেছে সিআইডি।

এ ঘটনায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক মণ্ডলী এবং প্রতিষ্ঠানটির কর্মীদেরও অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

উল্লেখ্য, ইতোমধ্যেই সিআইডি মি. চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় পাঁচ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে।


এ জাতীয় আরো খবর...