বড় পর্দায় পদার্পণের অপেক্ষায় রয়েছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। যদিও ‘দ্য আর্চিজ’ ওয়েব ফিল্ম দিয়ে তিনি আগে অভিনয় করেছেন, সেটি ছিল ডিজিটাল প্ল্যাটফর্মে। এবার বাবা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতে বড় পর্দায় অভিষেক করতে চলেছেন সুহানা। তবে এই আনন্দের সময়ে আইনি সমস্যায় জড়িয়েছেন তিনি।
জানা যায়, ২০২৩ ও ২০২৪ সালে আলিবাগে প্রায় ২২ কোটি রুপির দুটি জমি কিনেছিলেন সুহানা। কিন্তু ওই জমির মালিকানা সম্পূর্ণরূপে তার নামে নয়। জমির অংশীদার ছিলেন গৌরী খানের মা এবং তার ভগ্নিপতি। জমি ক্রয় সংক্রান্ত বিস্তারিত জানার পর জানা যায়, সুহানা যে জমি কিনেছেন, সেটি প্রশাসনের কাছে নিবন্ধিত এবং মূলত কৃষকদের জন্য কৃষিকাজের উদ্দেশ্যে নির্ধারিত। বাবামায়ের অনুপস্থিতিতে জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তিন বোন রেখা, অঞ্জলি এবং প্রিয়া।
মধ্যবর্তী সময়ে সুহানা ৭৭.৪৬ লক্ষ রুপির স্ট্যাম্প ডিউটি পরিশোধ করেছেন। জমি নথিতে সুহানাকে একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে, যা জানার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই জমির মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই একটি রিপোর্ট পেশ করা হবে বলে জানা গেছে। এখনো পর্যন্ত শাহরুখ খান বা সুহানা খান থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি। সম্প্রতি সুহানা উপস্থিত ছিলেন আরিয়ান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের প্রথম ঝলক প্রকাশনা অনুষ্ঠানে। তবে এই আইনি জটিলতা তার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে কিনা, তা এখন দেখার বিষয়।
উল্লেখ্য, সুহানা অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে আরও থাকবেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মা।