চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদাম বিবিরহাটে একটি মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রক্ষাদশীরা জানায়, শুক্রবার রাত ৯ টায় চেয়ারম্যানঘাটা কামাল স্টিল মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেটের দশটি দোকানে থাকা ৫০টি গ্যাস সিলিন্ডার ও অক্সিজেনের সিলিন্ডার একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে। সিলিন্ডারের বোতল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণের ভয়ে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে যেতে সাহস করেনি।
আগুনের লেলিহান শিখা ও বিস্ফোরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকা পড়া দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘটনাস্থল ফল থেকে মাত্র এক কিলোমিটার দূরে নৌবাহিনীর ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণ করতে সংবাদ দেওয়ার পরও কেউ এগিয়ে আসেনি। তবে এক ঘণ্টা পর রাত ১০টায় কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় সড়কে তীব্র যান সৃষ্টি হয়। মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।