শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২ বার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

একটি তুলনামূলক ফাঁকা সড়ক দিয়ে চারজন নারী পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে বেপরোয়া গতিতে একটি প্রাইভেট কার এসে তাঁদের ধাক্কা দেয়। এতে অন্তত একজন গাড়ির নিচে চাপা পড়েন। বাকিরা ধাক্কা খেয়ে আশপাশে ছিটকে পড়েন। গুরুতর আহত সেই নারী চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার হাসপাতালে মারা গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে চার নারীকে ধাক্কা দেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থানা-পুলিশ প্রাথমিক তদন্ত করলেও প্রাইভেট কারটি শনাক্ত করতে পারেনি।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ধাক্কা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রাইভেট কারটি থেমে যায়। এ সময় চারপাশের মানুষজন এগিয়ে এলে ব্যাক গিয়ারে একটু পেছনে এসে চাপাপড়া নারীর ওপর দিয়ে গাড়িটি সেখান থেকে দ্রুতগতিতে চলে যায়।

এ ঘটনায় আহত যে নারী গেলো রাতে মারা গেছেন, তাঁর নাম তানিয়া আক্তার। তাঁর স্বামীর নাম রনি চৌধুরী। পুলিশ ওই নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি। ওই নারীর সঙ্গে আহত অন্যরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

 


এ জাতীয় আরো খবর...