মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর বিশেষ বিমানে নেপাল থেকে আজ দেশে ফিরবে ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত মেলায় আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। তিনি জানান, শুধু খেলোয়াড়রা নয়, একই বিমানে ফিরবেন নেপালে আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও।

এশিয়ান কাপ বাছাইপর্বে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়ে মহাবিপদে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নিজেদের লক্ষ্য পুরোপুরি পূরণ তো হয়নি উল্টো টিম হোটেলে বন্দী অবস্থায় শঙ্কার মধ্যে দিন পার করছেন জামাল ভূঁইয়ারা।

তবে আটকে পড়া ফুটবল দলসহ ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তৎপর বাফুফের পাশাপাশি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে উড়িয়ে আনা হবে নেপালে ফুটবল দলের সঙ্গে সফর করা সবাইকে।


এ জাতীয় আরো খবর...