শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

সোনার জুতো হাতে পাওয়ার রাতে হাওয়ায় ভেসে অবিশ্বাস্য গোল মেসির

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জোড়া গোল করাটাকে যেন নিজের অভ্যাসই বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে অন্তত ১১ ম্যাচে জোড়া গোল করেছিলেন। সে ধারাটা ভেঙেছিল সবশেষ ম্যাচে, হ্যাটট্রিক করেছিলেন তিনি। তবে এবার আবারও পুরোনো অভ্যাসে ফিরে গেছেন তিনি। আবারও করেছেন জোড়া গোল। ন্যাশভিলের বিপক্ষে তার এই জোড়া গোল ইন্টার মিয়ামিকে এনে দিয়েছে ৩-১ গোলের সহজ এক জয়।

মেজর লিগ সকারের সবশেষ লিগ পর্যায়ে তিনি গোল করেছেন ২৯টি। আর তাতেই গোল্ডেন বুট নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই ট্রফিটা আজ হাতে তুলে দেওয়া হয় তার।

ট্রফিটা হাতে পেয়ে তিনি আরও একবার প্রমাণ দিলেন, কেন এই পুরস্কারটা জিতেছেন তিনি। ১৯ মিনিটে করে বসেন দারুণ এক গোল। লুইস সুয়ারেজের ক্রসে হাওয়ায় ভেসে মাথা ছুঁইয়ে বল জড়ান ন্যাশভিলের জালে।

মেসির পা থেকেই পরের গোলের শুরু। ডান পাশ থেকে তার বাড়ানো বলেই উইংব্যাক ইয়ান ফ্রেইয়ের কাছে বল যায়। তার ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তাদেও আইয়েন্দে।

যোগ করা সময়ে মেসি পেয়ে যান তার ক্যারিয়ারের সহজতম গোলগুলোর একটি। জর্দি আলবা ক্রস করেছিলেন বাম পাশ থেকে। গোলরক্ষক তা এগিয়ে গিয়ে ধরতে চেয়েছিলেন। তবে ন্যাশভিলের আরেক ডিফেন্ডার গিয়ে তা ক্লিয়ার করতে চাইলে গোলরক্ষকের হাত থেকে বল ছুটে যায়। ফলে বলটা চলে যায় মেসির কাছে। সেখান থেকে আলতো টোকায় বলটা জালে জড়ান তিনি। চলতি মৌসুমে ১২তম বারের মতো পেয়ে যান জোড়া গোল।

এরপর হানি মুখতারের গোলে ন্যাশভিল ব্যবধান কমায়। তবে হার এড়াতে পারেনি। এই জয়ের ফলে মিয়ামি এমএলএস প্লে অফের কনফারেন্স সেমিফাইনালের খুব কাছে চলে গেছে। ন্যাশভিলের বিপক্ষে সিরিজের বাকি আছে আর ২ ম্যাচ। তার একটা ম্যাচ জিতলেই চলে যাবে কনফারেন্স সেমিফাইনালে।

তবে দলটা নিশ্চয়ই বাড়তি সতর্ক থাকবে এই সময়। গেল বছরও প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে জিতে পরের দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল মিয়ামি। এবার নিশ্চয়ই সেটা হতে দেবেন না মেসিরা!


এ জাতীয় আরো খবর...