শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত, ফেসবুকে সারজিসের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক / ৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের শর্ত আরোপ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

সারজিস আলম লিখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাসের সার্টিফিকেট থাকতে হবে, এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তত কিছুটা হলেও অযোগ্য ও স্বার্থান্বেষী রাজনৈতিক নেতা কিংবা ব্যবসায়ীদের প্রভাব থেকে রক্ষা করা যাবে। একই সঙ্গে তার দাবি, কোনও রাজনৈতিক দলের পদধারীকে যদি ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত না করা হয়, তবে শিক্ষা প্রতিষ্ঠান আরও সুরক্ষিত হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। একইসঙ্গে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালায় সংশোধনী আনা হয়।

গত সোমবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।


এ জাতীয় আরো খবর...