শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

হলি আর্টিজান হামলার ৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আজ ১ জুলাই, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হলো। ২০১৬ সালের এই দিনে সংঘটিত ভয়াবহ ঘটনায় নিহত হন ২২ জন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে বিবেচিত।

সেদিন রাত পৌনে ৯টার দিকে খবর আসে, গুলশান ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য রেস্টুরেন্টটিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি ছিলেন। বাংলাদেশিদের মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল।

এই হামলা ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা শহীদ হন। রাতভর উত্তেজনার পর পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে অভিযান চালায়। অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

জঙ্গিগোষ্ঠী আইএস তাদের বার্তা সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে হামলার দায় স্বীকার করে। তবে বাংলাদেশ সরকার সব সময়ই দাবি করে, এই হামলার পেছনে স্থানীয় জঙ্গিরাই দায়ী।

হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। তারা হলেন—জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ। মামলায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...