শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

হাটহাজারীতে কওমী ও সুন্নি সংঘর্ষ, আহত দেড় শতাধিক; ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

চট্টগ্রামের হাটহাজারী সদরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিপন্থী এলাকাবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদ আবু তালেব জানান, চট্টগ্রাম থেকে জশনে জুলুসের গাড়ি যাওয়ার পথে হাটহাজারী কওমী মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভাঙচুর চালায়। এতে জুলুস থেকে ফেরা লোকজন পাশের এলাকায় চলে যায়। পরে তাদের উপর সেখানেও হামলা করে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে এলাকাবাসী যুক্ত হয়ে কওমী শিক্ষার্থীদের উপর পাল্টা হামলা চালায়। উভয়পক্ষের দেড় শতাধিক আহত হয়েছে। হাটহাজারী বাস স্টেশনে কওমী ছাত্ররা আরও ৫টি গাড়িতে ভাঙচুর চালায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। এতে চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হাটহাজারী বাস স্টেশন থেকে মাদ্রাসা পর্যন্ত কওমী ছাত্ররা মিছিল দিচ্ছেন।

হাটহাজারী বড় মাদ্রাসার কর্তৃপক্ষ বার বার শিক্ষার্থীদের মাদ্রাসায় ফিরে আসতে বললেও উত্তেজিত ছাত্ররা তা মানছেন না।
হাটহাজারী সার্কেলের পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে বেশ কয়েকজন আহতের কথা শুনেছি। 

জানা গেছে, সকালে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা মসজিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিমকে (২০) আটক করেছে পুলিশ। তার বাড়ি ফটিকছড়ি পৌসভার ৩নং ওয়ার্ড এলাকায়।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।  তাকে বিকেলে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত আটক রয়েছেন। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।

শনিবার সকালে চট্টগ্রামে জশনে জুলুসে আসার পথে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে ফেসবুকে পোস্ট দেন ওই আরিয়ান ইব্রাহীম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে ইউএনওর নির্দেশে তাকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে রাতে সংঘর্ষে জড়ালো উভয় পক্ষ।


এ জাতীয় আরো খবর...