ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা
যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপত্তা ও শৃঙ্খলা পুনরুদ্ধারে হামাসকে নিরস্ত্র করে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে—এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। গতকাল (সোমবার, ২৮ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক এক সম্মেলনে তিনি একথা বলেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মুস্তাফা বলেন, ‘ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে এবং হামাসকে গাজার ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ ছাড়তে হবে। একইসঙ্গে তাদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে।’ তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় শান্তি, স্থিতিশীলতা ও পুনর্গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত।