রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্মমভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

সরকারি হাসপাতালে সবার সামনে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড। ১৯ বছর বয়সী সন্ধ্যা চৌধুরী নামের এক তরুণীকে হাসপাতালে ঢুকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে অভিষেক কষ্টি নামে এক যুবক। এই ঘটনার সময় হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী নীরবে দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এদিকে এক চিকিৎসক সেই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও ধারণ করেন নিজের মোবাইল ফোনে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দ্বাদশ শ্রেণির ছাত্রী সন্ধ্যা ওই দিন দুপুর ২টার দিকে এক বন্ধুর ভাবিকে দেখতে হাসপাতালে যান। তখন থেকেই অভিযুক্ত অভিষেক হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছিল। পরে ২২ নম্বর কক্ষের সামনে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হঠাৎ সন্ধ্যাকে মাটিতে ফেলে তার বুকের ওপর চড়ে বসে অভিষেক। আচমকা ছুরি বের করে তার গলায় একের পর এক আঘাত করতে থাকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১০ মিনিট ধরে চলতে থাকে সেই বর্বর হামলা। পরে নিজেকেও ছুরিকাঘাতের চেষ্টা করে অভিযুক্ত, তবে তাতে ব্যর্থ হয়ে বাইকে করে পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর...