মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

১২৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক / ৬১ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। এমনকি ব্যক্তিগত বিষয়েও খোলামেলা কথা বলে থাকেন তিনি। এ কারণে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনা―সবই দৃষ্টি কাড়ে অভিনেত্রীর।

এবার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মিষ্টি জান্নাত।

এ অভিনেত্রী তাকে নিয়ে মানহানিকর মন্তব্যের জন্য ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মিষ্টি জান্নাত লিখেছেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নাম, ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারীদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘সঙ্গে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার- এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ‍্যান-ফলোয়ার, পরিবার কাজ করছেন। শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’

এদিকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। কেউ কেউ বলছেন, আরও আগেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল তাদের প্রিয় তারকার।


এ জাতীয় আরো খবর...