প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে দুই দফায় শুনানি করেন রাষ্ট্রপক্ষ।
গত ১ ডিসেম্বর এই মামলায় দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করে হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে আপিল শুনানি শুরু হয়। এর আগে ২০১৮ সালের বিচারিক আদালত এ মামলার রায় দেন।
রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ও তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন সাজা হয়।
তবে ৫ আগস্টের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠিত হলে হাইকোর্টে শুনানি শেষে গত ১ ডিসেম্বর এই মামলার সব আসামিকে খালাস দেয়া হয়।