শিরোনামঃ
ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল, এজিএস ফেরদৌস ও মেঘলা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮ জন

নিজস্ব প্রতিবেদক / ৪০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৩৮৩টি নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ ধরা পড়ে। তবে এই সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০৬-এ অপরিবর্তিত রয়েছে।

ঢাকা বিভাগে ১৭৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন, রাজশাহী বিভাগে ৩৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ২ জন এবং খুলনা বিভাগে ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত করা হয় ৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ, আর মহামারি শুরুর পর থেকে মোট শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।


এ জাতীয় আরো খবর...