শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

৩১ বছর পর একসঙ্গে টম ক্রুজ ও ব্র্যাড পিট

নিজস্ব প্রতিবেদক / ৩৩ বার
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

এখনো ‘মিশন : ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’-এর রেশ কাটেনি টম ক্রুজের, অন্যদিকে আগামী ২৭ জুন মুক্তি পেতে যাওয়া ‘এফ-১’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্র্যাড পিট। এর মধ্যেই ঘটে গেল হলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই তারকার পুনর্মিলন। সোমবার (২৩ জুন) ব্র্যাডের ‘এফ-১’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন টম। এ যেন প্রায় ৩১ বছর পর দুই বন্ধুর দেখা! তাদের শেষ দেখা হয়েছিল ১৯৯৪ সালে হরর ক্লাসিক ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ একসাথে অভিনয়ের সময়।

এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম। সামাজিক যোগাযোগমাধ্যমে পিটের সঙ্গে ছবি শেয়ার করে এই তারকা অভিনেতা লিখেছেন, ‘চমৎকার সময় কাটলো আমার বন্ধুর সঙ্গে।’

দ্য হলিউড রিপোর্টার জানাচ্ছে, টম এবং ব্র্যাড পিটের একসঙ্গে তোলা ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই সঙ্গে দুজনেই এখন খবরের শিরোনামে। সেই পোস্টে দুজনের অগণিত ভক্তরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ‘এফ-১’-এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন যে, তিনি আবার টম ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী। যদিও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অস্কার বিজয়ী, ক্রুজের আকাশচুম্বী স্টান্টের সাথে তাল মেলাতে আগ্রহী নন।

গেল মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্ট-সমর্থিত এই অ্যাকশন সিনেমাটি এখন পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে এবং আয় বেড়েই চলেছে।

অন্যদিকে, ব্র্যাড পিট অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি ‘এফ-১’-এর জন্য বর্তমানে আলোচনায়। সিনেমাটি পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত ‘টপ গান : ম্যাভেরিক’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি কর্তৃক পরিচালিত।

 


এ জাতীয় আরো খবর...