শিরোনামঃ
ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবিলি উদযাপন হবে ঢাকায় প্রার্থী ক্যারিকেচার: কোনদিকে নির্বাচন এস আলমসহ ৬৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা: ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে ‘শান্তিচুক্তি’, যোগ দেয়নি সিটি কলেজ পাকিস্তান-ইরানের যৌথ প্রযোজনায় আসছে আল্লামা ইকবালের জীবনী ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, তারা মারপিট করে’ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফের লেবাননে ইসরাইলি হামলা, নিহত ২ রিজার্ভ ৩১ বিলিয়ন আকুর দায় শোধের পরও ১৩৪ ঘণ্টার অনশন ভেঙে সালাউদ্দিনের অনুরোধে হাসপাতালে তারেক উত্তেজনা ১৩ নভেম্বর ঘিরে, কী বলছে গোয়েন্দা-পুলিশ-র‌্যাব
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

৩১ বছর বয়সেই অবসরে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মাত্র ৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন সামুয়েল উমতিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ভিডিওবার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্যামুয়েল উমতিতি। বার্সেলোনার জার্সিতেও বেশ কয়েকটি শিরোপাও জিতে ফেলেছিলেন। এক সময় ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে মনে করা হতো উমতিতিতে। কিন্তু হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানতে বাধ্য হলেন এই ফরাসি সেন্টারব্যাক।

ফরাসি জায়ান্ট লিওঁর একাডেমি থেকে উঠে এসে বার্সেলোনা ও ফ্রান্সের তারকা হয়েছিলেন উমতিতি। কিন্তু দীর্ঘস্থায়ী ইনজুরির কারণে অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। তার ক্যারিয়ারের পরিসমাপ্তি একই সঙ্গে গৌরব ও হতাশার দৃষ্টান্ত হয়েছে থাকবে।

ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিতে গিয়ে উমতিতি লিখেছেন, ‘উত্থান-পতনে ভরা ঘটনাবহুল ক্যারিয়ারের বিদায় বলার সময় এসে গেছে… আমি আবেগ দিয়ে সবকিছু দিয়েছি এবং কোনো আফসোস নেই। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সব ক্লাব, সভাপতি, কোচ এবং খেলোয়াড়দের, যাদের সঙ্গে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।’
 
‘ধন্যবাদ, লিওঁ। ধন্যবাদ, বার্সেলোনা। ধন্যবাদ, লিল। ধন্যবাদ, লেচে। ধন্যবাদ, ফ্রান্স। আর ধন্যবাদ সকল সমর্থকদের, আপনাদের সমর্থনের জন্য।’

২০১৮ সালে ফ্রান্সের দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে উমতিতির ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই বিশ্বকাপে রাফায়েল ভারানের সঙ্গে জুটি বেঁধে মোট ছয়টি ম্যাচে ফরাসিদের রক্ষণভাগ সামলেছেন তিনি। বার্সেলোনার জার্সিতে জিতেছেন দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে’র শিরোপা। তবে ইনজুরি তার পূর্ণ সম্ভাবনাকে বিকশিত হতে দেয়নি। ২০১৮ সালের পর ক্রমশ মাঠে তার উপস্থিতি কমতে থাকে। হাঁটুর ইনজুরি এই এলিট ফুটবলারের ক্যারিয়ার ক্রমেই শেষ করে দিতে থাকে।


গত জুনে ফরাসি ক্লাব লিলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ক্লাবহীন ছিলেন উমতিতি। এখনও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ না করলেও তিনি যে কোনো না কোনোভাবে খেলাটার সঙ্গেই যুক্ত থাকবেন তা মোটামুটি নিশ্চিত।  

ফ্রান্সের জার্সিতে ২০১৬ সালে অভিষেকের পর ২০১৯ পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ৪ গোল করেছেন উমতিতি। 


এ জাতীয় আরো খবর...