সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে এনসিবি তা করবে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
আখতার হোসেন NCP

সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করে, তাহলে এনসিপি দেশের ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে নিজেরা তা প্রকাশ করবে বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা একবিন্দু ছাড় দিতে রাজি না।’ বুধবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের মধ্যবর্তী বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন এ কথাগুলো বলেন।

আখতার হোসেন বলেন, এই দুটি নথি এক নয় এবং ভুলভাবে গুলিয়ে ফেলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি প্রচারণা হতে পারে, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

ব্যাখ্যা দিতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত বছরের আগস্টের গণ–অভ্যুত্থান এবং ৫ আগস্টের বিজয়ের একটি ঐতিহাসিক স্বীকৃতি, যার একটি আইনি ভিত্তি থাকা দরকার। এটি একটি ঐতিহাসিক দলিল। অন্যদিকে, জুলাই সনদ হচ্ছে রাজনৈতিক সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কমিশনে আলোচিত প্রস্তাবগুলোর একটি বাস্তবায়নযোগ্য রূপরেখা।

জুলাই সনদ নিয়ে কমিশনের প্রাথমিক খসড়ায় বলা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে। এটি এনসিপি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘আমরা মনে করি, এই ধরনের বিলম্বিত বাস্তবায়নের প্রস্তাব প্রতারণার সুযোগ তৈরি করে এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করার শামিল।’

সাংবাদিকদের উদ্দেশে আখতার হোসেন অনুরোধ জানান, সংবাদ পরিবেশনের সময় যেন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়। তিনি বলেন, ‘অনেকে ভাবছেন আমরা জুলাই সনদে সই করলেই সব মেনে নিচ্ছি, এটা ভুল। আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া কোনো সনদে সই করব না।’


এ জাতীয় আরো খবর...