রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

৪৮ ভিআইপি বন্দি বিশেষ কারাগারে

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে রাশেদ খান মেনন, শাহজান খান, হাসানুল হক ইনু, আনিসুল হক, সালামান এফ রহমান, কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ৪৮ ভিআইপি বন্দিকে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় বিভিন্ন কারাগার থেকে ২৪ জন করে তাদের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ কারাগারের জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত তায়েব উদ্দিন। কারা সূত্র জানায়, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া ডিভিশন প্রাপ্তদের পর্যায়ক্রমে এ কারাগারে স্থানান্তর করা হবে।

কারা সূত্র জানায়, কার্যক্রম শুরুর দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৭ জন সাধারণ বন্দিকে আনা হয়। যারা মূলত এ কারাগারের রান্নাসহ যাবতীয় কাজের সঙ্গে যুক্ত। এরপর প্রথম দফায় গত ২৩ জুন সোমবার কারাগারে স্থানান্তর করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাহিদুল ইসলাম, এ বি এম তাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ২৪ ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।

দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার স্থানান্তর করা হয় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলকসহ ২৪ জনকে। কারাগারের নির্ধারিত ভবনে তাদেরকে রাখা হয়েছে। প্রতিটি রুমে রাখা হয়েছে চার জন ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।


এ জাতীয় আরো খবর...