সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

৫ আগস্টে যে স্বপ্ন ছিল তা পূরণ হয় নি: সার্জিস

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সার্জিস

মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য আহ্বায়ক সার্জিস আলম। আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মুজিববাদ আর স্বৈরাচারের প্রশ্নে আমাদের এক থাকতে হবে।’

সার্জিস আলম বলেন, ‘৫ আগস্টে যে স্বপ্ন ছিল তা পূরণ হয় নি, অন্তর্বর্তী সরকারকে সুশীল সরকারের ভূমিকায় দেখতে চাই না।’ তিনি আরো বলেন, ‘ঐক্যবদ্ধ থাকার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে এক থাকবো। তবে কেউ চাঁদাবাজি, দখলবাজি করলে আমরা সেটাও বলবো।’

সার্জিস বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। আমরা বিচার দেখতে চাই। শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারের রায় কার্যকর দেখতে চাই।

এনসিপির এ নেতা বলেন, ‘২৪ এর আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হবে। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে যাবো।’


এ জাতীয় আরো খবর...