শিরোনামঃ
গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

৫ নিয়মে কমবে ওজন

নিজস্ব প্রতিবেদক / ২৫ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ওজন কমানোর জন্য অনেকে ডায়েট করেন, জিমে যান, হাঁটাহাঁটিও করেন—তবুও মেদ কমতে যেন সময় নিচ্ছে। শুধু খাবার নিয়ন্ত্রণ আর শরীরচর্চা করলেই যে দ্রুত ফল মিলবে, তা কিন্তু সব সময় হয় না। চলুন আজ জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কী কী করবেন যাতে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

দিন শুরু করুন দারচিনি চা দিয়ে

ঘুম থেকে উঠে এক গ্লাস দারচিনি ভেজানো গরম জল খেলে শরীর ডিটক্স হয়, হজমশক্তি বাড়ে এবং মেটাবলিজমও ঠিকভাবে কাজ করে। প্রতিদিন সকালে এই হালকা ভেষজ চা খাওয়া ওজন কমানোর দারুণ এক ঘরোয়া উপায়।

ভেজানো চিয়াবীজ খান টক দইয়ের সঙ্গে

চিয়াবীজে থাকে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন আর মিনারেল। এক চামচ চিয়াবীজ পানিতে ভিজিয়ে রেখে সেটা টক দইয়ের সঙ্গে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, খিদে কম লাগে, আর রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

চিনি ও ময়দা থেকে দূরে থাকুন

প্রক্রিয়াজাত খাবার যেমন—চিনি, ময়দা বা সাদা পাউরুটি এগুলো ওজন বাড়ানোর অন্যতম কারণ। সকালে এসব খাওয়ার অভ্যাস থাকলে এখনই বাদ দিন। এর বদলে বেছে নিন ফাইবারসমৃদ্ধ প্রাকৃতিক খাবার।

কফি খান, তবে খালি পেটে নয়

অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কফি খেয়ে ফেলেন। এটা ঠিক নয়। এরিকা বলছেন, আগে প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ প্রাতরাশ সেরে তবেই কফি খান। এতে কর্টিসল (স্ট্রেস হরমোন) নিয়ন্ত্রণে থাকবে, যা ওজন বাড়ার একটা বড় কারণ।

হালকা রোদে মিনিট দশেক হাঁটুন

সকালবেলায় সূর্যের আলো ততটা তেজি থাকে না। তাই হালকা রোদে ১০ মিনিট হাঁটলে শরীর পায় ভিটামিন ডি, বাড়ে এনার্জি, আর মেটাবলিজমও কাজ করে সঠিকভাবে। হাঁটাহাঁটি শরীরচর্চার একটি অন্যতম সহজ উপায়, যা মেদ ঝরাতে দারুণ কাজ করে।

ঘুমও কিন্তু গুরুত্বপূর্ণ

চিকিৎসক জয়শন পাল বলছেন, শুধু ডায়েট বা ব্যায়াম করলেই হবে না। প্রতি রাতে ৭–৮ ঘণ্টা ঘুম খুবই জরুরি। শরীর যদি ঠিকভাবে বিশ্রাম না পায়, তাহলে ওজন কমা অনেকটাই কঠিন হয়ে যায়।

ওজন কমাতে চাইলে শুধু খাওয়াদাওয়া নয়, বরং ঘুম থেকে উঠে কীভাবে দিন শুরু করছেন সেটাও বড় ব্যাপার। এই ৫টি ছোট অভ্যাস যদি রোজ মেনে চলতে পারেন, তাহলে পুজোর আগেই নিজেকে দেখতে পাবেন অনেকটা হালকা আর প্রাণবন্ত!


এ জাতীয় আরো খবর...