শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

৯ জনের মায়োর্কার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়, সন্তুষ্ট নন বার্সা কোচ

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ম্যাচের আগের দিন পর্যন্ত নতুন সাইনিং হোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ডের নিবন্ধন নিয়ে অনিশ্চয়তা ছিল। এ নিয়ে বেজায় অসন্তুষ্ট ছিলেন দলটির কোচ হানসি ফ্লিক। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে দুজনের নিবন্ধন সম্পন্ন করেছে বার্সা। লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলেছেন দুজনেই। আর ম্যাচে ৯ জনের মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।

ঘরের মাঠ সন মইক্সে ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোরলানেস ও ভেদাত মুরিচি। ৯ জনে পরিণত হয়ে পড়ে মায়োর্কা। বার্সা অবশ্য ততক্ষণে দুই গোলে এগিয়ে। সপ্তম মিনিটে রাফিনিয়ার গোলের পর ২৩ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফেরান তোরেস। আর ম্যাচের যোগ করা সময়ে লামিন ইয়ামালের গোলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বার্সা।

দল জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি হানসি ফ্লিক। ৯ জনের মায়োর্কার বিপক্ষে খেলোয়াড়রা ৫০ শতাংশের বেশি দেয়নি বলে মনে হয়েছে বার্সা কোচের। বিষয়টি যে তাঁর ভালো লাগেনি, সেটা ম্যাচ শেষে প্রকাশ্যেই জানিয়েছেন ফ্লিক। বার্সা কোচ আরও জানিয়েছেন, জয়টা আরও বড় ব্যবধানের হওয়া উচিত ছিল বার্সার।

এ ম্যাচে বিতর্কও কম হয়নি। সপ্তম মিনিটে ইয়ামালের দারুণ এক ক্রসে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এর ১৬ মিনিট পর ফেরান তোরেস স্কোরলাইন ২-০ করেন। এ গোল নিয়েই অভিযোগ তোলে মায়োর্কা। গোলের আগে ইয়ামালের শট ঠেকিয়ে মাথায় আঘাত পেয়ে বক্সের ভেতর পড়েছিলেন মায়োর্কা অধিনায়ক আন্তোনিও রাইয়ো। খেলা বন্ধ না করেই চালিয়ে যান রেফারি।

সে বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মায়োর্কা ডিফেন্ডাররা। বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন ফেরান তোরেস।


এ জাতীয় আরো খবর...