মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের চার যাত্রী। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের নিকটবর্তী বনবিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহমুখী তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় চালকের মৃত্যু হয়।


এ জাতীয় আরো খবর...