রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

টাঙ্গাইলে বাস চাপায় সিএনজির ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
3 killed in head-on collision between bus and CNG in Tangail

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরও একজন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় মধুপুরগামী একটি সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন নিহত হয় আহত হয় তিনজন। পরে আহতদের ধনবাড়ী এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।


এ জাতীয় আরো খবর...