রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৫৯ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের’-এর বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশব্যাপী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,  ‘জুলাই ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই পৌঁছাবে আমাদের পদযাত্রা। আমরা শহীদদের বাড়িতে যাব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তাদের দুঃখ-কষ্ট শুনব এবং আমাদের ভবিষ্যতের রূপরেখা জানাব।’

তিনি জানান, ‘শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন দিয়ে পদযাত্রা শুরু হবে এবং সেখান থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’

নাহিদ আরও জানান, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্মরণে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। আর ৩ আগস্ট শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ করা হবে। ৫ আগস্ট পালন করা হবে ‘জনমুক্তি দিবস’।

নাহিদ ইসলাম বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে ‘জুলাই ঘোষণা’ সম্পন্ন করার কথা ছিল। সরকার সে প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। সুতরাং, এবার আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তা প্রকাশ করব।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। আমাদের অর্জন আছে, আবার ঘাটতিও আছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিনকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


এ জাতীয় আরো খবর...