মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা এখন থেকে মাংস আমদানি করবো না, বরং রপ্তানির দিকে এগোবো। তবে পশু বিদেশে রপ্তানি করতে হলে ভ্যাক্সিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ—সরকার ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে।’
রোববার (২৯ জুন) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড ও ওরিয়েন্টেশন–২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘দেশের প্রয়োজনেই এখন সময় এসেছে ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্স এক হওয়ার। এখানে গোঁড়ামি বা দ্বিধার কোনো সুযোগ নেই। চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিকে অবশ্যই অগ্রাধিকার দেয়া হবে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা ধর্ম পালন করি আল্লাহর সন্তুষ্টির জন্য, উল্লাসের জন্য নয়। কোরবানির সময় পশুকে কষ্ট দেয়া যাবে না—এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।’ ফরিদা আখতার বলেন, ‘দুঃখজনকভাবে রপ্তানির চেয়ে আমাদের আমদানির চাপ বেশি আসে। তবে আমরা আমদানি করব না, কারণ এতে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে
অনুষ্ঠানে তিনি শেকৃবি শিক্ষার্থীদের ‘জুলাই আন্দোলন’-এ ভূমিকার প্রশংসা করে বলেন, ‘ছাত্রদের গণতান্ত্রিক অংশগ্রহণ ও সচেতনতা দেশকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে।’
অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
উল্লেখ্য, পরপর দুই সেমিস্টারে ৩.৮ বা তদূর্ধ্ব সিজিপিএ অর্জনকারী বিভিন্ন লেভেলের সর্বমোট ৯০ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।