শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

জোকোভিচের স্বপ্নপূরণের শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

২০২৩ সালের ইউএস ওপেনে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়েছিলেন নোভাক জোকোভিচ। তখন মনে হচ্ছিল, নারী-পুরুষ মিলিয়ে এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তার একার করে নেওয়া সময়ের ব্যাপার মাত্র।

কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পাননি সার্বিয়ান টেনিস সম্রাট। জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে শেষ ছয়টি গ্র্যান্ড স্লাম ট্রফি ভাগাভাগি করে নিয়েছেন টেনিসের নতুন প্রজন্মের দুই নক্ষত্র কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার।

আজ শুরু হতে যাওয়া উইম্বলডনকে ধরা হচ্ছে ৩৮ বছর বয়সি জোকোভিচের স্বপ্নপূরণের শেষ সুযোগ। এবারের উইম্বলডনে না পারলে ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা হয়তো কখনোই জেতা হবে না জোকোভিচের।

রজার ফেদেরাকে আটবার উইম্বলডন জয়ের রেকর্ডও হয়তো স্পর্শ করা হবে না। পড়তি ফর্মের কারণে এবারের আসরে ষষ্ঠ বাছাই হিসাবে খেলছেন গত দুই আসরের ফাইনালে আলকারাজের কাছে হারা জোকোভিচ। এবার না পারলে বছর শেষে টেনিসকে বিদায় জানিয়ে দিতে পারেন তিনি।

টিকে থাকলে সেমিফাইনালে নাম্বার ওয়ান সিনারের মুখোমুখি হতে পারেন জোকোভিচ। ফাইনালে প্রতিপক্ষ হতে পারেন হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী আলকারাজ।

মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজিকোভা চোটের সঙ্গে লড়াই করায় ফেভারিট ভাবা হচ্ছে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, দ্বিতীয় বাছাই কোকো গফ ও ইগা সিওনতেককে।


এ জাতীয় আরো খবর...