গত কয়েক বছরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক নিয়ে জল্পনার অন্ত নেই। ১৭ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে দেওয়ার পরও প্রতি মুহূর্তে নজরে তাঁরা।যদিও তার নেপথ্য কারণ রয়েছে। সম্প্রতি নিজের নামে পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে বিয়ের পূর্বের রাই পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বর্যা। এ ছাড়া বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যায় শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যার। সেই কারণে নাকি বাড়ি ছেড়ে দেন অভিনেত্রী। এ ছাড়াও অম্বানীদের বিয়েতে ঐশ্বর্যার মেয়ে আরাধ্যার সঙ্গে আগমন, অন্য দিকে বাকি বচ্চন পরিবারের একসঙ্গে আসা ভাল চোখে দেখেননি অনেকেই। তাঁদের নিয়ে এত জল্পনা হলেও নীরব ছিলেন বচ্চনেরা। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক।