শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

পিএসজির বিপক্ষে জয়ের স্বপ্নও দেখেননি মেসি!

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ফুটবল ভক্তদের অনেকেরই গতকাল ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে চোখ ছিল। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে প্যারিসের দলটি।

আটালান্তার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (২৯ জুন) রাতে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরেছে মায়ামি। প্রথমার্ধের ঝড়েই নিজ দেশে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতেই বিদায় নিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল।

পিএসজি ইতিহাস গড়ে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে । তাই ইউরোপ সেরা দলের বিপক্ষে মায়ামি জিতে যাবে, এমন আশা ভক্তরাও করেননি। তবে মেসির জন্য ম্যাচটা সাবেক ক্লাবের বিপক্ষে হওয়ায় কিছুটা লড়াইয়ের আশা ছিল।

তবে ম্যাচ শেষে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যই করে বসেছেন মেসি। ইন্টার মায়ামি তারকা খোদ নিজেও পিএসজির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেননি। ম্যাচের ফলাফল নাকি প্রত্যাশিতই ছিল। তবে মায়ামি টুর্নামেন্টে ভালো ছাপ রেখে গেছে বলেও জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আর্জেন্টাকে মেসি বলেন, ‘আসলে ম্যাচটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে। ওরা বিশাল এক দল, চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন। মানে খুবই ভালো দল। আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা দিতে এবং আমি মনে করি আমরা ক্লাব বিশ্বকাপের মঞ্চে একটা ভালো ছাপ রাখতে পেরেছি।’

গ্রুপ পর্ব থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছিল মায়ামি। দুটি ড্র এবং এফসি পোর্তোর বিপক্ষে ২-১ গোলে জয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছিল যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবটি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে বেশিরভাগ সময় আধিপত্য বজায় রাখলেও শেষ মুহূর্তে দুটি গোল খেয়ে ২-২ সমতাতেই কপাল পুড়ে মিয়ামির।

পালমেইরাসকে হারাতে পারলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হতো আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। যা মেসিদের জন্য অনেকটা সহজ ম্যাচ হতো।

মেসি বলেন, ‘পালমেইরাসের বিপক্ষে ম্যাচটা শেষ পর্যন্ত জিততে না পারাটা কষ্ট দিয়েছে। ২-০ তে এগিয়ে থেকেও ড্র করায় আমাদের বিপক্ষে পড়ল পিএসজি, যেটা বেশি কঠিন। তবে এটাকে হতাশা বলা যাবে না। এটা শুধুই একটা ভিন্ন পরিস্থিতি। শেষ মুহূর্তের ড্রটা অবশ্যই একটা খারাপ স্বাদ রেখে গেছে। কিন্তু আমি মনে করি আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

‘এটা এখন শেষ, আমাদের সামনে যা আসছে এখন সেটা নিয়েই ভাবতে হবে’- যোগ করেন মেসি।


এ জাতীয় আরো খবর...