রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে ‘অবিলম্বে’ পদত্যাগ করতে বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “‘বেশ দেরি হয়ে গেছে’—তার এখনই পদত্যাগ করা উচিত!!!”

পোস্টে তিনি একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেন যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পরে তিনি পাওয়েলের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন, কারণ পাওয়েল সুদের হার কমাননি।

তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আদৌ আছে কি না এটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

ডোনাল্ড ট্রাম্প বারবার জেরোম পাওয়েলের সমালোচনা করলেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প চান ফেডারেল রিজার্ভ যেন সুদের হার কমায়, যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়।

পাওয়েল মঙ্গলবার বলেন, ট্রাম্পের শুল্কনীতি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আগেই সুদের হার কমিয়ে দিত।

পর্তুগালে এক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, “এ বছর যদি ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণা না আসত, তাহলে কি ফেডারেল রিজার্ভ আবারো সুদের হার কমাত?”

পাওয়েল জবাব দেন, “আমার মনে হয়, হ্যাঁ।”

ট্রাম্প এবার পাওয়েলকে প্রত্যাহারের বিষয়ে যা বললেন তা নিয়ে ফেডারেল রিজার্ভ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


এ জাতীয় আরো খবর...