শিরোনামঃ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় “ঈশান ২” ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি ও অনিয়ম বন্ধে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না—এমন নির্দেশ দেওয়া হয়েছে বিআরটিএর সব সার্কেল অফিসকে।

বিআরটিএ জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু আমদানিকারক মোটরসাইকেল সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় এনে তা কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে রেজিস্ট্রেশন করছে। অনেক সময় আমদানির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করে ভুলভাবে রেজিস্ট্রেশন করানো হচ্ছে।

এছাড়াও কিছু আমদানিকারক ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইককে ১৬৫ সিসি বা তার চেয়ে কম দেখিয়ে কাস্টমস থেকে ছাড় করিয়ে বিআরটিএতে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে, যা স্পষ্টতই আইনবিরোধী।

৩১ জুলাই ২০২৫-এর পর থেকে সিবিইউ/এসকেডি হিসেবে আমদানি করা বাইকের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো অবস্থায় রেজিস্ট্রেশন করা যাবে না। এসব তথ্য যাচাই করে বিআরটিএ সদর দপ্তর থেকে আইএস-এ আপলোড করা হবে।

এরপর সার্কেল অফিসগুলো সেই তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এই নির্দেশনা লঙ্ঘন হলে বিআরটিএ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা, শুল্ক ফাঁকি রোধ, জালিয়াতি প্রতিরোধ এবং আইনগত রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করাই বিআরটিএ’র মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।


এ জাতীয় আরো খবর...