রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্স

নিজস্ব প্রতিবেদক / ৭৭ বার
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, ক্লাব বিশ্বকাপ ২০২৫-এ চমক দেখিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে অরল্যান্ডোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা শক্তিশালী সৌদি ক্লাব আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে।

প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ২৮তম মিনিটে ম্যাথিউস মার্টিনেলি দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল-হিলাল, ৫৭তম মিনিটে মার্কাস লিওনার্দো গোল করে ম্যাচে সমতা ফেরান।

কিন্তু নিরুত্তাপ না থেকে আবারও জ্বলে ওঠে ফ্লুমিনেন্স। ৭০তম মিনিটে হারকুলেস গোল করে দলকে ফের লিড এনে দেন। শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিলিয়ান ক্লাবটি। এই ম্যাচ ছিল এই দুই ক্লাবের প্রথম মুখোমুখি লড়াই।

অনেকেই টুর্নামেন্টের আন্ডারডগ হিসেবে দেখেছিল ফ্লুমিনেন্সকে। কিন্তু মাঠে তারা নিজেদের প্রমাণ করে দিয়েছে। এই জয়ে তারা পৌঁছে গেছে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে পালমেইরাস ও চেলসির মধ্যকার বিজয়ী দল।

এখন নজর থাকবে ঐতিহাসিক ফাইনালের দিকে, ফ্লুমিনেন্স কি পারবে চূড়ান্ত ম্যাচেও চমক ধরে রাখতে?


এ জাতীয় আরো খবর...