প্রথমে বাহরাইন, এরপর স্বাগতিক মিয়ানমার; র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এই দুই দলকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই জয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বেও জায়গা করে নিয়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এবার লাল-সবুজের প্রতিনিধিদের সামনে তুর্কমেনিস্তান চ্যালেঞ্জ, তবে এ ম্যাচেও জয় পেতে উন্মুখ হয়ে আছে পিটার বাটলারের শিষ্যরা।
মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।