শিরোনামঃ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা (ভিডিও) ধেঁয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় “ঈশান ২” ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

সঞ্চয়পত্রের মুনাফা বাড়ানো হলে তারল্য সংকট দেখা দিতে পারে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হলে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। অথচ ব্যাংকেও তারল্যের বিষয় আছে। তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হবে। সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংকগুলো কোথা থেকে টাকা পাবে?

শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলো পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের উদাহরণ উল্লেখযোগ্য, যেখানে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। এছাড়া ব্যাংকগুলোর জন্য ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ তৈরি করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো— গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করা। সরকারের অঙ্গীকার, কেউ যেন টাকা হারিয়ে না বসে।

তিনি জানান, ব্যাংকিং খাতে যেসব অনিয়ম হয়েছে, তা একদিনে হয়নি। অনেকেই টাকা নিয়ে চলে গেছে। পৃথিবীর কোনো দেশেই এমন ভয়াবহ অবস্থা খুব বেশি দেখা যায় না।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে আলোচনা চলছে। প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

মতবিনিময় সভা ও পরবর্তী ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক প্রমুখ।


এ জাতীয় আরো খবর...