রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। সোমবার এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। খবর ইএসপিএন ফুটবলের।

রাকিটিচ সর্বশেষ নিজের দেশের ক্লাব হায়দুক স্প্লিটের হয়ে খেলেছিলেন। এর আগে, সৌদি প্রো লিগের আল শাবাব ক্লাবে কিছু দিন ছিলেন তিনি।

সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের বার্তা দেন রাকিটিচ। তিনি লেখেন– ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো।

তিনি আরও লেখেন, তুমি আমাকে অনন্য পথ আর হাজারও গল্পের অভিজ্ঞতা দিয়েছো। তুমি আমাকে একটি সুন্দর পরিবার ও এমন সব মুহূর্ত দিয়েছো, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।

বার্সেলোনার সোনালি সময়ে রাকিটিচ ছিলেন যেন নীরব সৈনিক। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে বার্সাকে শিরোপা জেতান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি। লাল-সাদা জার্সিতে ১০৬ ম্যাচে ১৫ গোলও আছে তার।

এর আগে, ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই মিডফিল্ডার।


এ জাতীয় আরো খবর...