রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রণবীর

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
সারা অর্জুন ও রণবীর সিং

নিজের ৪০ তম জন্মদিনে (গতকাল) নতুন ছবি ‘ধুরন্ধর’-এর টিজার প্রকাশ্যে এনেছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। দীর্ঘদিন পর প্রি অভিনেতাকে ক্ষ্যাপাটে চরিত্রে দুর্দান্ত অ্যাকশন ও লুকে দেখে ভক্তরা যারপরনাই খুশি। কিন্তু বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। ২০ বছর বয়সি সারা অর্জুনের সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর। মূলত, ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্টতা দেখে চটেছে একদল নেটিজেন।

এর আগে সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম।

দক্ষিণী চলচ্চিত্রের অতি পরিচিত মুখ সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবেই তার ক্যারিয়ার শুরু, অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সারা জনপ্রিয় অভিনেতা জয় অর্জুনের কন্যা।


এ জাতীয় আরো খবর...