আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে এ রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা দুই রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলো।
এ রায়ে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হলো। এ ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে। যেখানে সংবিধানের একটি বড় অংশের পরিবর্তন অসম্ভব করে রাখা হয়েছিলো।