রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

বিরোধী মতকে শ্রদ্ধা করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
Opposition views must be respected: Mirza Fakhrul

আগামীতে তরুণদের মাধ্যমেই এই পরিবর্তন সম্ভব, আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তর্ক-বিতর্ক এবং মতের অমিল থাকবে। কিন্তু বিরোধী মতকে শ্রদ্ধা করতে হবে।’ আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে আয়োজিত জাতীয় বির্তক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী’ আর ‘মাননীয় স্পিকার’ থেকে মাননীয় শব্দটা কি বাদ দিতে পারি না আমরা? এই শব্দটাই কাউকে ডিক্টেটর করে তোলে বলেও মন্তব্য তিনি।

তিনি বলেন, ‘আমাদের এখানে কেউ মন্ত্রী হয়ে গেলে তার সিকিউরিটি, বাঁশি, সামনে পেছনের গাড়ির বহরের মধ্য দিয়ে যে মানসিকতা তৈরি হয়, সেটাই ধীরে ধীরে ডিক্টেটরের দিকে তাকে নিয়ে যায়।’

এর আগে গত ৪ ও ৫ জুলাই ঢাকা কলেজে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২টি স্কুল পর্যায়ের এবং ৩২টি কলেজ পর্যায়ের মোট ৬৪টি টিম এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে।


এ জাতীয় আরো খবর...