রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

জুলাইয়ে শহিদ পরিবার ও আহতদের জন্য তহবিল গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক / ৬৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের জন্য একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো এতে যৌথভাবে অর্থায়ন করবে। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ তহবিলের আকার অন্তত ২৫ কোটি টাকা হতে পারে বলেও জানান তিনি। এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সব ব্যাংকের এমডিদের নিয়ে আয়োজিত ব্যাংকার্স সভায় এই সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র আরও জানায়, বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে কঠোর নির্দেশ দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ব্যাংক খাতকে স্থিতিশীল ও আগের চেয়ে শক্তিশালী করতে একাধিক নির্দেশনা দেন গভর্নর।

যেসব ব্যবসায়ী আমদানির অর্থ পরিশোধ করছে না তাদের নামে ফোর্স লোন করার নির্দেশ দিয়েছেন গভর্নর। এছাড়া সঞ্চয়পত্রের পরিবর্তে সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগে গ্রাহকদের বেশি উৎসাহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেন গভর্নর।


এ জাতীয় আরো খবর...