স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিলো, গাড়ির চাকা ফেটে আগুন ধরে যাওয়ার পর ঘটনাস্থলেই নিহত হন জোটা ও তার ভাই। তবে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পেছনে অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে দেখছে স্প্যানিশ পুলিশ।
স্পেনের সিভিল গার্ড মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানায়, ‘গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, এটি স্পিড লিমিট অতিক্রম করেছিল। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়ি চালাচ্ছিলেন দিয়েগো জোটা।’
জোটার গাড়ি দুর্ঘটনার মৃত্যুর কিছুদিন আগে দীর্ঘদিনের প্রমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন পর্তুগিজ এই তারকা। তাদের তিনটি সন্তানও আছে।
এদিকে লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের চুক্তি ছিল জোটার। পর্তুগালের এই তারকা মারা গেলেও, তার চুক্তির বাকি অর্থ পরিবারকে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জোটার ক্লাব লিভারপুল। লিভারপুল থেকে প্রতি সপ্তাহে এক লাখ ৪০ হাজার পাউন্ড করে (বছরে ৭২ লাখ ৮০ হাজার পাউন্ড) পেতেন পর্তুগিজ ফুটবলার। অর্থাৎ দুই বছরে ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার পাউন্ড পাবে জোটার পরিবার।
এ জাতীয় আরো খবর...