রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

শরীয়তপুরে পদ্মার ভাঙন, বিলিন হচ্ছে ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক / ৫৫ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

টানা তিন দিনের বৃষ্টি ও পদ্মা নদীর স্রোতে ভাঙনের তীব্রতা বেড়েছে শরীয়তপুরে। এতে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে এই ভাঙনের শিকার হয়েছে পদ্মার পাড়ের মানুষ।

শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। ভাঙন ঠেকাতে সরকারের কাছে এলাকাবাসীর দাবি স্থায়ী বেড়িবাঁধের। জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না পদ্মা পাড়ের মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পূর্ব পাশে সেতুর ভাটির দিকে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ১১০ কোটি টাকা ব্যয়ে রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদীশাসনের বাঁধও। গত বছরের নভেম্বর মাসে প্রথম ধস দেখা দেয় নাওডোবার জিরো পয়েন্ট এলাকায়। চলতি বছরের জুনেও পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে।

 


এ জাতীয় আরো খবর...