রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

ফরিদা পারভীনের অবস্থার কিছুটা উন্নতি

নিজস্ব প্রতিবেদক / ৪৫ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫
ফরিদা পারভীন
ফরিদা পারভীন

‘খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়’– লালনের এই গান শুনলে যে শিল্পীর ছবি মানসপটে ভেসে ওঠে, তিনি ফরিদা পারভীন। সেই শিল্পীকে শ্বাস-প্রশ্বাস নিতে এখন অক্সিজেনের সহায়তা নিতে হচ্ছে। তিনি অসুস্থ। আছেন রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। গতকাল মঙ্গলবার দুপুরে আইসিইউর সামনে গেলে দূর থেকে দেখা গেল তাঁকে। ইশারা দিয়ে কী যেন বলার চেষ্টা করছেন। বাইরে উদ্বিগ্ন তাঁর ছেলে। অপেক্ষা করছেন, কখন চিকিৎসক বের হবেন। শোনাবেন আশার বাণী।

আইসিইউর সামনেই কথা হয় ফরিদাপুত্র ইমাম জাফর নোমানীর সঙ্গে। বললেন, মায়ের অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।


এ জাতীয় আরো খবর...