রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

আনিসুল, সালমান, আমুসহ নতুন মামলায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক / ৯৫ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫
আনিসুল হক, সালমান এফ রহমান, আমীর হোসেন আমু। ফাইল ছবি
আনিসুল হক, সালমান এফ রহমান, আমীর হোসেন আমু। ফাইল ছবি

জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনিসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।

এর আগে বৃষ্টির মধ্যে সকালে তাদের আদালতের হাজতখানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে বৃষ্টি হালকা হলে তাদের নির্ধারিত নিয়মে আদালতের হাজির করে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন—সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

মামলাগুলোর মধ্যে—মনিরুল ইসলাম মনুকে ৮ মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে ২ মামলায়, সালমান, দীপু, আমুকে ১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...