রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামে নালায় পড়ে হুমায়রা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরের হালিশহর আনন্দিপুর জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায়, হালিশহরের আনন্দপুর এলাকায় শিশুটির বাড়ি। সে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে একটি নালার স্ল্যাব ছিল না এবং এর ওপরে পানি জমে ছিল। ফলে সেখানে নালা আছে সেটি বোঝার উপায় নেই। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে নিচে পড়ে যায় এবং পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে দ্রুত ডুবুরি টিম পাঠানো হয়। তারা অল্প সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করে। তবে তাকে প্রাণে বাঁচানো যায়নি।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে নগরের চকবাজার কাপাসগোলায় হিজরা খালে ব্যাটারিচালিত রিকশা উল্টে মায়ের হাত থেকে ছিটকে পড়ে ছয় মাস বয়সী শিশু সেহেরীশ নিহত হয়েছিল। এছাড়াও গত ১০ বছরে চট্টগ্রামের খাল-নালায় পড়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এদের মধ্যে শিশু ছয়জন, বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রীসহ নারী তিনজন ও পুরুষ ছিল ৫ জন।


এ জাতীয় আরো খবর...