ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর গত ১৬ দিনে পাঁচ লাখের বেশি আফগানকে বিতাড়িত করেছে ইরান। জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরে ইরান ঘোষণা দিয়ে আসছে, তারা নথিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, গত ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান ইরানি-আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে।
নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে আগামী রোববার।
ইরান ছাড়ার আগে অনেক আফগানি তেহরানের পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বশির নামে ২০ বছর বয়সী এক যুবক জানান, তেহরানে পুলিশ তাকে বন্দিশালায় আটকে রেখেছিল।
বশির বলেছেন, প্রথমে তারা আমার কাছে ২০০ ডলার নেয়, এরপর একটি বন্দিশালায় পাঠায়। সেখানে আমাকে দুই রাত থাকতে হয়েছে এবং সেখানে আরও ৫০ ডলার দিতে হয়েছে। ওই বন্দিশালায় কোনও খাবার এমনকি পানিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বশির।
বশির বলেন, ওই বন্দিশালায় অন্তত ২০০ জন আছেন। সেখানে আমাদের মারত এবং দুর্ব্যবহার করত। এ ছাড়া অনেকেই অভিযোগ করেছেন, সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছেন। কেউ কেউ বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।
ইরানে বসবাসরত আফগানরা জানিয়েছেন যে দেশটির মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।