ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসাস আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
“বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে,” বলেন গয়েশ্বর। তিনি অভিযোগ করেন, বিএনপিকে যেন ক্ষমতায় যেতে না দেওয়া হয়—এজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তরের, তারই ধারাবাহিকতায় চলছে বর্তমান আন্দোলন।”
বর্তমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটেও তিনি বলেন, “বৈষম্যবিরোধীরা যেন নিজেরাই বৈষম্য সৃষ্টি না করেন। যদিও আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী ইতোমধ্যে টেবিলে ফিরে গেছে।”
বিএনপিকে ঠেকাতে ইচ্ছুকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবাই মিলে ঐক্যজোট করেন, ৩০০ আসনে প্রার্থী দেন, তারপর দেখেন জামানত টিকে কিনা।”
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত জাসাসের গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়।