জুলাই শহীদদের দেশের সম্পদ উল্লেখ করে আমারদেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, আমরা জুলাই শহীদদের ভুলতে দেবো না। তাদের বীরত্বের কাহিনী প্রচার করব।
তিনি বলেন, ‘খুনি শেখ হাসিনা নিজেই গণহত্যার নির্দেশদাতা। আমি আশা করব, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত তার বিচারের কাজ সম্পন্ন করবে।’
ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, অনতিবিলম্বে তাকে বাংলাদেশে পাঠান।
শুক্রবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই বিপ্লব-২৪’র শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর এই মতিবিনিময় সভার আয়োজন করে।