রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক / ২৯ বার
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। রোববার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়।

পরে নতুন বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর...