শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

কম্পিউটারে কপি-পেস্টের জনক ল্যারি টেসলার

নিজস্ব প্রতিবেদক / ৪০ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Larry Tessler

কম্পিউটারের খুব কমন একটি ফাংশন কমান্ড কাট-কপি-পেস্ট। আমাদের দৈনন্দিন কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের অবিচ্ছেদ্য অংশ কাট-কপি-পেস্ট কমান্ড। এই যুগান্তকারী উদ্ভাবনের পেছনে অবদান আছে মার্কিন কম্পিউটারবিজ্ঞানী লরেন্স গর্ডন টেসলারের।

ল্যারি টেসলার ১৯৪৫ সালের ২৪ এপ্রিলে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটারবিজ্ঞানে ডিগ্রি লাভ করেন। এরপর তিনি জেরক্স, অ্যাপল, অ্যামাজন এবং ইয়াহুর মতো বিশ্বসেরা প্রযুক্তিপ্রতিষ্ঠানে কাজ করেন। কম্পিউটারকে ব্যবহারকারীবান্ধব করে তোলার জন্য কাজ করেন তিনি। তিনি ১৯৭০–এর দশকে নিয়মিত কর্মবাজারে প্রবেশ করেন। কম্পিউটার তখন আজকের মতো সহজলভ্য বা সহজবোধ্য ছিল না। জটিল কমান্ড আর সীমিত গ্রাফিক্যাল ইন্টারফেসের কারণে কম্পিউটার ব্যবহার কঠিন ছিল। ল্যারি টেসলার ১৯৭৩ সালে জেরক্সের পালো অল্টো রিসার্চ সেন্টারে যোগ দেন। এই গবেষণাকেন্দ্রে কম্পিউটারের অনেক কিছু উদ্ভাবন করা হয়। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও পার্সোনাল কম্পিউটিংয়ের অনেক মৌলিক ধারণার জন্ম হয় সেখানে।

ল্যারি টেসলারের এ উদ্ভাবন প্রযুক্তির দুনিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছিল। ১৯৮০ সালে স্টিভ জবস ল্যারি টেসলারকে অ্যাপলে যোগদানের জন্য রাজি করান। অ্যাপলে ল্যারি টেসলার প্রায় ১৭ বছর কাজ করেন। অ্যাপলে থাকাকালে তিনি লিসা ও প্রথম ম্যাকিন্টোশ কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই কম্পিউটারেই তিনি কাট, কপি ও পেস্ট কমান্ড ব্যবহার করেন। ১৯৮৩ সালে লিসা কম্পিউটারে এই কমান্ড ব্যবহার করা হয়। টাইপিংয়ের কাজে কারসরের ব্যবহারের ধারণাও তাঁর অন্যতম উদ্ভাবন। ল্যারি টেসলার ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।


এ জাতীয় আরো খবর...