রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে আটক আরো ১

নিজস্ব প্রতিবেদক / ৩২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জের বন্দর থেকে মো. নান্নু নামে আরও এক আসামিকে আটক করেছে র‌্যাব। নান্নু এ হত্যা মামলার ৬ নম্বর আসামি। এ নিয়ে সোহাগ হত্যায় ৮ জনকে গ্রেফতার করা হলো। মঙ্গলবার (১৫ জুলাই) র‌্যাব সূত্রে এ তথ্য জানা যায়।

 রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
জানা যায়, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশ অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে।


এ জাতীয় আরো খবর...