পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাসে ফের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এটে করাচিভিত্তিক সাবরি কাওয়াল গোষ্ঠীর দুই কাওয়ালি গায়কসহ তিন সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। বেলুচিস্তানের কালাত শহরের কাছে এই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।
কালাত জেলার এসএসপি সাজ্জাদ পাকিস্তানি গণমাধ্যম ডনকে জানান, কালাতে বাসে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে বিখ্যাত কাওয়ালি শিল্পী আহমেদ হুসেইন সাবরি ও তার ছেলে আহমেদ রাজা সাবরি আছেন। তারা তাদের দলের অন্যান্য শিল্পীদের সঙ্গে ওই বাসে করে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা যাচ্ছিলেন।
করাচির বিখ্যাত কাওয়ালি শিল্পী মজিদ আলি সাবরি ফোনে ডনকে বলেছেন, সশস্ত্র এই হামলায় আমার ভাই, ভাতিজা ও এক সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। তিনি জানান, তার ভাই, ভাতিজা ও অন্য সঙ্গীত শিল্পীর একটি বিয়ের অনুষ্ঠানে গাইতে কোয়েটা যাচ্ছিলেন।